দুদিন পরপর আগুন লেগে
ধ্বংস হওয়া শহর __
না না এটা আমার
দেশ হতে পারে না ।
কখনোই না ॥
ভোরেবেলা ঘুম ঘুম চোঁখে
শিক্ষার আলো জ্বালতে
যে শিশুটি দুপুরে গাড়ী চাপায় লাশ হয়ে ফিরে ;
সন্ধ্যায় পিতা -মাতা
ভাই বোনের আহাজারির মাঝে দাফন হয়ে যায় –
সে দেশ আমার হতে পারে না !
কখনোই সে দেশ আমার হতে পারে না ।
যে দেশে আমার বোন
প্রতিনিয়ত ধর্ষন , যৌতুকের
কারনে নির্যাতনের ; লালসার শিকার , যে দেশে ছোট্র শিশুর নিরাপত্তা নেই ; বন্ধুগণ :
সে দেশতো আমার না ।
কারণে – অকারণে
আমার ভাইদের লাশ
দেখার চিত্র !
এটা আমার দেশ না ।
এ ধর্ষনপুড়ি আমার দেশ না।
এ ধ্বংসযজ্ঞপুড়ি আমার দেশ না ।
এ বিচারহীনতার দেশ কখনোই আমার ছিলনো
!
এদেশ তো আমার স্বপ্নের দেই দেশ না ॥
Leave a Reply