ডেইলি চিরন্তনঃবর্ণাঢ্য ফ্যাশন শো, নাচ ও মিউজিক্যাল শো এর মাধ্যমে গেল বছর সিলেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে “রানওয়ে ম্যানিয়াক”। মঙ্গলবার দিবাগত রাতে ছিল রানওয়ে ম্যানিয়াকের এক বছর পূর্তির আয়োজন। এ উপলক্ষে নগরীর জিন্দাবাজারে একটি রেস্টুরেন্টে মডেল এজেন্সিটির এক বছর পূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রানওয়ে ম্যানিয়াকের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রানওয়ে ম্যানিয়াকের মডেল কো-অর্ডিনেটর কাজী ইমন অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। গ্রুপের চেয়ারম্যান এইচ ডি ইমন প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।
রুবেল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, আফজাল হোসেন (ফটোগ্রাফার), সুহেব আহমদ (ফটোগ্রাফার), জহির চৌধুরী (ফোর ভিশন লন্ডন), ইমরান সানী (ডিরেক্টর), তান্না চৌধুরী, নাদিম আহমদ (ফটোগ্রাফার), বিপুল শর্মা (নৃত্যশিল্পী ও ডিজানার), চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান গুলজার আহমদ, জাহী (সিনিয়র মডেল), ইয়ামিন ওসমান (সিনিয়র মডেল), নিয়ামত খান, রনি হোসেন (কোরিওগ্রাফার), প্রিন্স তামিম (ফটোগ্রাফার), খুরশেদ আলম সুমন (ফটোগ্রাফার), প্রভাত পাল, আহমেদ সকুন, রাহুল জিসান, কাইয়ুম উল্লাস (বাংলা টিভি), মিজানুর রহমান (সিলেট মিরর), সফি আহমদ (নিউজ২৪), সেলিম আহমদ (ডিবিসি চ্যানেল) মারওয়ান জায়দিগির, কাজী ইমন (মডেল কো-অর্ডিনেটর), রাজ আহমদ, মুহিবুর রহমান জামিল, রাহুল দাস, তাসকিন আহমদ, তানব্বির হুদা, প্রিন্স রিফাত, মোহাম্মদ তামিম, ফারহানা ছোয়া, উম্মেসা, লিমন দেব, আরিয়ান হাবিব, পরাগ, ফাহিম, আসরাফ, মিজু, মাহফুজ, জামিল, টিটু, মির্জা মুসফিক, কামরুল।
অনুষ্ঠানে রানওয়ে ম্যানিয়াকের পক্ষ থেকে পাঁচজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁরা হলেন- ইমরান সানী (ডিরেক্টর), নাদিম আহমদ (বেস্ট ফটোগ্রাফার), বিপুল শর্মা (বেস্ট ডিজাইনার), গুলজার আহমদ (সাংবাদিক), জাহী ও ইয়ামিন ওসমান (টপ মডেল)।
Leave a Reply