বিশ্বকাপ দলের পেসার আল-আমিন হোসেনকে অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হচ্ছে বলে জানা গেছে। আইসিসির দুর্নীতি দমন ইউনিট-আকসু’র অভিযোগের প্রেক্ষিতে তাকে দেশে পাঠানোর তোলায় এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ ক্রিকইনফোকে জানিয়েছেন, দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু) বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে জানিয়েছে, আল-আমিন রাত ১০টার পরও হোটেলের বাইরে ছিল। দলের নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় রাত ১০টার পর বাইরে থাকতে চায় তবে ম্যানেজমেন্টর কাছ থেকে অনুমতি নিতে হয়। আমরা জানতাম না যে আল-আমিন নির্দিষ্ট সময়ের পরও হোটেলের বাইরে ছিল। আকসু আমাদের আল-আমিনের নিয়ম ভঙ্গের কথা জানায়। তাকে যত দ্রুত সম্ভব দেশে পাঠিয়ে দেয়া হবে। তবে দুর্নীতির সঙ্গে আল-আমিনের সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন খালেদ মাহমুদ।
Leave a Reply