বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে ভারত এবং দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয় পরাজয়ের পর পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হককে ‘কাপুরুষ ও স্বার্থপর’ বলে আখ্যায়িত করলেন দেশটির সাবেক তারকা পেসার পেসার শোয়েব আখতার।
একটি বেসরকারি টিভি চ্যানেলে শোয়েব আখতার বলেন, ‘মিসবাহর মতো কাপুরুষ ও স্বার্থপর অধিনায়ক আমি আর দেখিনি। দলের প্রয়োজনের সময়ও সে উপরে উঠে ব্যাট করতে পারে না। অন্য খেলোয়াড়দের রক্ষা করতে পারে না। দিতে পারে না অনুপ্রেরণাও!’
তিনি আরও বলেন, ‘মিসবাহ তার নিজের রান নিয়ে সন্তুষ্ট। নিজে রান পেলেই খুশি। আমি আসলে বুঝি না কোচ ওয়াকার ইউনুস কী চান। তার আসলে কোনো গেম-প্লান নেই। এমন কি খেলোয়াড়দের তিনি কোনো নির্দেশনাও দেন না!’
প্রসঙ্গত, প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৭৬ রানে হেরে যায় পাকিস্তান। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার মাত্র ১৬০ রানে অলআউট হয় তারা। যেখানে ১ রানেই ৪ উইকেট হারায় মিসবাহ বাহিনী।
Leave a Reply