স্বপ্নের দেশে পাড়ি দিতে গিয়ে সাগরে ডুবে ৬সিলেটি সহ ৬০ জনের মর্মান্তিক মৃত্যু
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিশিয়ার সাগরে ডুবে কমপক্ষে ৬০ জনের সলিল সমাধি ঘটেছে। এর মধ্যে ৬ জন সিলেটীসহ অধিকাংশই বাংলাদেশের নাগরিক বলে তিউনিশিয়া রেডক্রিসেন্ট জানিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট কর্মকর্তা মঙ্গি স্লিমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানায়, রাবারের তৈরি ‘ইনফ্লেটেবেল\’ নৌকাটি ১০ মিনিটের মধ্যে ডুবে যায়।
এ সময় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ১৬ জনের ১৪ ই বাংলাদেশী। সিলেটের নিহত ৬ জন হলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার কঠালপুর এলাকার মুয়িদপুর গ্রামের হারুন মিয়ার ছেলে আবদুল আজিজ (২৫), একই গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ(২৪), সিরাজ মিয়ার ছেলে লিটন (২৪)। একই উপজেলার দীনপুর গ্রামের আরেকজন নিহত হয়েছেন।তার পরিচয় জানা যায়নি।
নিহত আরো দুজন হলেন,কুলাউড়া উপজেলার ভুকশিমইল গ্রামের হাফিজ শামীম আহমদ(২৮) ও গোলাপগন্জ উপজেলার শরীফগন্জের কামরান আহমদ (২৮)।
নিহত শামীম সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের আপন ভাই ও নিহত কামরান তার আপন শ্যালক। এই মর্মান্তিক নিহত হওয়ার ঘটনার খবর জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে ত্রিপলিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী বলেন, তারা দুর্ঘটনার কথা জানেন এবং তিউনিসিয়ার কর্তৃপক্ষের সাথে তাদের যোগাযোগ চলছে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব তারা জারযিজে যাওয়ার চেষ্টা করছেন।
ফেঞ্চুগঞ্জ ও গোলাপগন্জে ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরিবারে ও গ্রামে এক শোকবিহ্বল পরিবেশের সৃষ্টি হয়েছে। পিতা মাতা ভাই বোন শোকে মুহ্যমান হয়ে পড়েছে।
Leave a Reply