দলীয় শৃংখলা ভঙ্গ করায় ২০১৫ বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে পেসার আল আমিন হোসেন। আর অন্যদিকে তার বিকল্প হিসেবে বিশ্বকাপে পেসার শফিউলকে অনুমোদন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
সোমবার রাত ৯টায় অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে বিমানে উঠবেন শফিউল। অন্যদিকে বিশ্বকাপ দল থেকে বহিষ্কার আল আমিন দেশে ফেরার পথে রয়েছেন
বাংলাদেশ দল ব্রিজবেনে থাকাকালীন রাতে নির্ধারিত সময়ের পরে আল আমিন হোটেলে ফেরায় তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে প্রত্যাহার করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে জানান, গত ১৯ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ১০টার আগে টিম হোটেলে ফিরতে ব্যর্থ হয়েছে আল আমিন।
সাধারণত কোন খেলোয়াড়কে রাত ১০টার পর হোটেলের বাইরে থাকতে হলে তাকে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু আল আমিন অনুমতি না নেওয়ার তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় বিসিবি।
তবে আল আমিনের স্বপ্ন ভঙ্গ হলেও স্বপ্ন পূরণ হতে চলেছে পেসার শফিউল ইসলামের। যদিও ঘরের মাঠে গত বিশ্বকাপে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন।
মেলবোর্নে আগামী ২৬ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
Leave a Reply