ঈদ মানে নয়
দশটা জামা
একলা পরে নেওয়া ;
ঈদ মানে হয়
যার নাই তাকে
নিজের মতো
ঈদ উপহার দেওয়া ।
ঈদ মানে নয়
নিজেই শুধু
কোরমা-পোলাও খাওয়া ।
ঈদ মানে হয়
পাশের বাড়ীর
রহীম চাচার
একটু খবর নেওয়া ।
ঈদ মানে নয়
টাকা গুলা
ব্যাংকে জমা রাখা ।
ঈদ মানে হয়
ধনির ধনের
যাকাত আদায় করা ।
একটি শিশুরও মনে তুমি
দিতে পার খুশী (!)
ঈদের খুশী হবে দ্যাখো
হাজার গুন বেশী ।।
Leave a Reply