ডেইলি চিরন্তনঃঈদ মানেই নতুনত্ব। ঈদ মানেই বাড়তি আনন্দ। ঈদ মানেই নতুন পোশাকে, নতুন ভাবে সাজিয়ে তোলা। ছোট-বড় সবাই ঈদে নতুন পোশাকে নিজেদের সাজাতে চায়। তবে ঈদে সব বয়সী ছেলেদের বিভিন্ন স্টাইলের পাঞ্জাবি পরার প্রবণতা দেখা যায়। পাঞ্জাবিতে যেমন ফুটে ওঠে ব্যক্তিত্ব তেমন লুকেও আসে সৌন্দর্য। সুন্দর ডিজাইনের পাঞ্জাবি এখন ইয়াং জেনারেশনের প্রথম পছন্দ।
গরম ও বৃষ্টির এই ঋতুতে আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্যাশন হাউসগুলো সাজিয়েছে তাদের নানা আয়োজন। পাঞ্জাবি যদিও প্রতি বছর ঈদে সমান আকর্ষণ নিয়েই বাজারে আসে; তবে এর কাটিং, প্যাটার্ন, লেন্স, কালার এসবে কিন্তু প্রতিবারই কিছু না কিছু নতুনত্ব দেখা যায়। এবারের ঈদে স্লিম ফিটিং পাঞ্জাবির প্যাটার্ন বেশি চলছে। সেই সঙ্গে লং, সেমি লং লেন্থ থাকছে। শর্ট পাঞ্জাবিও করা হয়েছে। তবে এর প্রচলনটা কম। রঙের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পাশাপাশি স্টাইপ, হালকা প্রিন্ট এসবও থাকছে। তবে ম্যাটেরিয়াল হিসেবে সুতির কাপড়ই প্রাধান্য পেয়েছে। কারণ গরমের এই সময়ে সুতির মতো আরামদায়ক আর কোন কাপড় হতে পারে না। প্রতিটি ফ্যাশন হাউসেই আলাদা করে সাজানো হয়েছে পাঞ্জাবির ঈদ কালেকশন। ঈদে ট্র্যাডিশনাল পাঞ্জাবির পাশাপাশি হালকা কারুকাজ করা পাঞ্জাবি থাকছে। নানা ধরনের প্রিন্টের নকশা করা পাঞ্জাবিও থাকছে। এ ছাড়া টাইডাই করা পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে। হাতা গলায় ও বোতামের ধার ধরে হালকা কাজ করা পাঞ্জাবি বেশ চলছে।
ফ্যাশন হাউসে আরামদায়ক কাপড়ে অ্যামব্রয়ডারি আর কারচুপির কাজে নান্দনিকতা নিয়ে উজ্জ্বল রং আর বৈচিত্র্যে সাজানো হয়েছে পাঞ্জাবি কালেকশন। এখানে সুতির পাশাপাশি আদি ও জামদানি কাপড়ের পাঞ্জাবিও করা হয়েছে। যারা একটু গর্জিয়াস পাঞ্জাবি চান তাদের জন্য রয়েছে সিল্ক, ভয়েল জর্জেট, অ্যান্ডি, জামেবার ইত্যাদি কাপড়ে তৈরি করা পাঞ্জাবি। সেই সঙ্গে জমকালো কাজ করা পাঞ্জাবিও রয়েছে বিভিন্ন ফ্যাশন হাউসের এক্সক্লুসিভ পাঞ্জাবি কালেকশনে। ঈদের দিনে পাঞ্জাবির সঙ্গে সাধারণত সবাই পায়জামা পরতেই বেশি পছন্দ করেন। আলিগড়ি, চুড়িদার ও ট্রাউজার স্টাইলের পায়জামা থেকে বেছে নিতে পারেন পাঞ্জাবির সঙ্গে মানানসই পায়জামা; তবে অনেকে পাঞ্জাবির সঙ্গে পরে থাকেন জিন্সের প্যান্ট। এ ছাড়া প্রিন্স কোট ও কটি পরতে পারেন পাঞ্জাবির সঙ্গে। কটি পাঞ্জাবির সঙ্গে যোগ করে নতুন লুক। ফ্যাশন হাউস ছাড়াও বিভিন্ন শপিংমলে রয়েছে নানা ডিজাইনের ও কাপড়ের তৈরি কটি, জ্যাকেট ও প্রিন্স কোট।
Brand “ALOFT”
Eid Collection 2019
Designer : Samsul Haque Hashib
Model: Sufiyan
Model Support : Fashion Cafe BD Model Agency Sylhet
Photography: Chena Mukho
Makeover : Super Star Gents Parlour
Organised: Fashion Cafe BD
Leave a Reply