উইন্ডিজকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের আশা বাচিয়ে রাখলো বাংলাদেশ। আর আজকের এই জয়টি যার হাত ধরে এসেছে তিনি হচ্ছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে তিনি ছিলেন আজ দুর্দান্ত।
প্রথমে বল হাতে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে তিনি ছিলেন অসাধারণ। উইন্ডিজের ৩২২ রানের বিশাল টার্গেটে তিন নাম্বারে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন সাকিব।
মাত্র ৪০ বলে ফিফটি হাকিয়ে রানতোলার গতি আরো বাড়িয়ে দেন সাকিব। মাত্র ৮৪ বলে তুলে নেন নিজের শতজ। শেষ পর্যন্ত মাত্র ৯৯ বলে ১৬ চারে ১২৪ রানের অপরাজিত অসাধারণ এক ইনিংস খেলেন সাকিব আল হাসান৷
আর তার এই অসাধারণ পারফর্মেন্সেই আজ উইন্ডিজকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। আর সাকিব জিতে নেন ম্যান অব দি ম্যাচের পুরষ্কার।
বর্তমানে সাকিব ৩৮৪ রান করে এই বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছে। সাকিবের গড় রান ১২৮ যা এই বিশ্বকাপের সর্বচ্চো গড়।
Leave a Reply