কম বিতর্ক হয়নি ২০২২ সালের কাতার বিশ্বকাপ নিয়ে। একটা সময়ে সেখানে বিশ্বকাপ হবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। তবে নতুন করে আবারও শিরোনামে কাতার বিশ্বকাপ। এবার বিশ্বকাপের প্রথা ভাঙতে চলেছে কাতার।
আগের বিশ্বকাপগুলির সময়সূচি অনুযায়ী হবে না কাতার বিশ্বকাপ। সাধারণত জুন-জুলাই মাসে হয়ে থাকে বিশ্বকাপের আসর। তবে কাতারে শীতের মৌসুমে নভেম্বর ও ডিসেম্বরে ফুটবলের সবচেয়ে বড় আসরটি আয়োজনের সুপারিশ করেছে ফিফার টাস্ক ফোর্স। সেখানকার গরমের কথা মাথায় রেখেই এমনটা চিন্তা-ভাবনা-চিন্তা করছে ফিফা।
২০১০ সালে ফিফার কার্যকরী কমিটির ভোটে কাতার ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হওয়ার পর থেকেই সেখানকার অত্যধিক তাপমাত্রা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। গ্রীষ্মে কাতারে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। আর নভেম্বর-ডিসেম্বরে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামে।
বছরের কোন সময় টুর্নামেন্টটি হওয়া উচিত। তা নিয়ে শুরু হয় আলোচনা। উঠে আসে নানা বিকল্প। পরে ২০১৩ সালের অক্টোবরে একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেয় ফিফা। বিভিন্ন তথ্য যাচাই করে শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফার নেতৃত্বাধীন টাস্ক ফোর্স গ্রীষ্মের পরিবর্তে শীতকালে বিশ্বকাপ আয়োজনের জন্য সুপারিশ করে।
Leave a Reply