ইউরোপের দেশ মাল্টা বাংলাদেশ থেকে কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশের দক্ষ এবং আধা দক্ষ কর্মী যেতে পারবে দেশটিতে।
বুধবার ( ২৪ জুলাই ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান মন্ত্রী। এসময় তিনি ইউরোপ এবং আমেরিকা সফর সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
সফরে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের শীর্ষস্থানীয়দের সাথে বৈঠক করে ড. মোমেন।
মন্ত্রী বলেন, মাল্টায় লোকসংখ্যা মাত্র পাঁচ লাখ। ইউরোপের দেশগুলির মধ্যে মাল্টা বেশ উন্নতি করছে। যোগাযোগসহ অবকাঠামো খাতে মেগা প্রকল্প নিচ্ছে মাল্টা। তাই দেশটিতে কর্মী যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাল্টায় বাংলাদেশ থেকে এরই মধ্যে কিছু কর্মী গিয়ে কাজ করছেন। তারা ভালো আছেন বলে জানান মন্ত্রী। তবে যারা অবৈধভাবে গিয়ে কাজ করছেন তারাই সমস্যায় আছেন। ড. মোমেন বলেন, বৈধ পথে মাল্টায় যাওয়ার সুযোগ কাজে লাগাতে দক্ষ কর্মীদের ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।
Leave a Reply