কথায় আছে, কারও পৌষ মাস আর কারও সর্বনাশ। কিন্তু আনন্দের বিষয় হলো পৌষ মাস হলো বাংলাদেশের আর সর্বনাশ হলো অস্ট্রেলিয়ার। নিজেদের মাঠে ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া আজ শনিবার শ্বাসরুদ্ধকার ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ উইকেটে পরাজিত হয়েছে। এর থেকে বড় কথা হলো এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে মাত্র ১৫১ রানে অল আউট হয়ে যায়। আর এতেই সর্বনাশটা হয় অসিদের।
এই হারের কারণে পুল ‘এ’ তে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়াকে টপকে তিন নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অবস্থান চতুর্থ। দুই দলই খেলেছে তিনটি করে ম্যাচ। পয়েন্ট অবশ্য সমান। একটি করে হার, জয় ও টাইয়ের কারণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নামের পাশে যোগ হলো ৩ পয়েন্ট।
তবে পয়েন্ট টেবিলে পার্থক্য গড়ে দিয়েছে রান রেট। বাংলাদেশের রান রেট যেখানে +০.১৩০, সেখানে অস্ট্রেলিয়ার -০.৩০৫। আর ৪ ম্যাচ খেলে চারটিতে জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে ৪ পয়েন্ট ঝুলিতে জমা করে শ্রীলঙ্কা রয়েছে দ্বিতীয় স্থানে।
এর আগে ১৯৯২ সালে নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় অস্ট্রেলিয়া। ফেবারিট হয়েই আসরে খেলতে নেমেছিলেন অসিরা। কিন্তু গ্রুপ পর্বেই তাদের বিদায় নিশ্চিত হয়। আর এতে আসরের বাকি সময়টা তাদের কাটে দর্শকের ভূমিকায়। প্রথম ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়ে প্রথম পর্ব বাদ পড়ার শঙ্কা না থাকলেও এখন দেখার বিষয় কতোদূর যেতে পারে অস্ট্রেলিয়া।
Leave a Reply