ডেইলি চিরন্তনঃ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দক্ষিণ সুরমা উপজেলা শাখার ৪র্থ ত্রি-বার্ষিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর সোমবার, বিকালে মোল্লারগাঁও ইউনিয়নে জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুস ছালাম এর সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সহ সাংগঠনিক সম্পাদক শফির আহমদ কামাল এর যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ হারুনুর রশীদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া। সম্মেলনে জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন-
সভাপতি বেলাল আহমদ, সহ সভাপতি দিলীপ লাল রায়, মোঃ তজম্মুল ইসলাম, মোঃ আব্দুল মুক্তাদির, গৌরপদ দত্ত ও ধীমান ব্রত পাল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন, মোঃ আব্দুল মুয়িদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, অর্থ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বপন চন্দ্র পাল, শিক্ষা ও গবেষণা সম্পাদক আল মেহেদী তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ সাফাওয়ান শহীদ, সাংস্কৃতিক সম্পাদক ঝর্ণা রাণী দে, মহিলা সম্পাদক সেলিনা বেগম, সদস্য মোঃ রেজাউল ইসলাম, রজত রঞ্জন রায়, মোঃ দুদু মিয়া, দীপংকর দেবনাথ, শাহিন আহমদ, সজল আচার্য, আব্দুল মালিক, মোঃ আব্দুল করিম, মোঃ আইউবের রহমান, মোঃ শহিদুর রব, মোঃ মাহমুদ হোসেন, সন্তোষ কুমার দাশ, আব্বাস আলী, আবু ইউসুফ, আব্দুস ছালাম, সাইফুল ইসলাম রানা, মোঃ জাহিদুল ইসলাম, আশিষ কুমার পাল, আখলাছুল আম্বিয়া, গোলাম মোস্তফা কামাল, মোঃ মঈনুল ইসলাম, একরাম খান, শুয়াইবুর রহমান, এমরুল হাসান চৌধুরী, খসরুল হোসেন, মোঃ শাহনুজ হোসেন, মোঃ আব্দুর রহিম, মোঃ আক্তার হোসেন, নাজিম উদ্দিন, আলিম উদ্দিন, মোঃ মকব্বির আলী, রুক্ষিণী কুমার তালুকদার, হোসেন আহমদ, আব্দুল মতিন চৌধুরী, জিয়াউর রহমান, আব্দুল মালিক রাজু।
এদিকে দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ৪র্থ বারের মত নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম ও প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ সহ শিক্ষকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply