পৃথিবী থেকে চিরতরে বিদায় নেওয়ার পরও এবার চালু রাখা যাবে ফেসবুক অ্যাকাউন্ট! সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা করেছে, কোন ব্যক্তি যদি চান তাঁর অ্যাকাউন্ট মৃত্যুর পরও সক্রিয় থাকবে, তাহলে তিনি সেটা করতেই পারেন। এর ফলে তাদের জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করছে ফেসবুক। ফলে মরণের পরেও ‘জীবিত’ থাকা যাবে ফেসবুকে!
বীমা বা ব্যাঙ্কে জমা অর্থের ক্ষেত্রে ‘নমিনি’ পদ্ধতি যেমন চালু আছে তেমনি এবার ফেসবুক দিচ্ছে ‘লিগাসি কনট্যাক্ট’ নামের একটি সুবিধা। ধরা যাক, কোন ব্যক্তি জীবিত থাকার সময় তাঁর কোন বন্ধু বা আত্মীয়কে ‘লিগাসি কনট্যাক্ট’-এর সুবিধা দিলেন। এক্ষেত্রে তাঁর প্রয়াণ ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি ওই অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন। প্রোফাইলের ছবি, কভার ফটো পরিবর্তন, কমেন্ট পোস্ট করা সবই করা যাবে। তবে ‘মৃত’ স্ট্যাটাস আগে দিয়ে দিতে হবে। তা হলে মৃত ব্যক্তির হয়ে অন্যজন অ্যাকাউন্ট ব্যবহার করলেও তা বেআইনি বলে ঘোষিত হবে না। এখন শুধু যুক্তরাষ্ট্রে এই সুবিধা মিলছে। খুব শীগগিরই সারা পৃথিবীতে সব ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
Leave a Reply