ডেইলি চিরন্তনঃ মহামারি করোনার ভয়াবহতায়,বাংলাদেশের কয়েক লক্ষাধিক আইনজীবী সহকারীর আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনেকে এই করোনা পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন।
আইনজীবী সহকারীরা বাংলাদেশের বিজ্ঞ আইনজীবী গনের সাথে পেশাগত দায়িত্ব পালন করে জনসাধারনকে আইনি সেবা দিয়ে আসছেন
আইনজীবী সহকারীদের মাসিক কোন বেতন বা ভাতা নেই প্রতিদিনের ইনকাম দিয়েই পরিবার পরিজন নিয়ে চলতে হয়।
করোনা ভাইরাস নামক মহামারি নিয়ন্ত্রণে রাখতে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরথেকে আদালত অঙ্গন বন্ধ থাকায়, আইনজীবী সহকারি গনের ইনকাম ও বন্ধ হয়েগেছে।
তাই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,বাংলাদেশের প্রতিটি মানুষের আশা আকাঙ্কার প্রতিক
জননেত্রী শেখ হাসিনার নিকট সবিনয় অনুরোধ ও আকুল আবেদন দেশের প্রতিটি আদালত অঙ্গনে কর্মরত অসচ্ছল আইনজীবী সহকারীদের আর্থিক সহায়তা প্রনোদনা সুবিধা প্রদানের জন্য ।
-বিনীত
মোঃ ইকবাল হোসেন আফাজ
সাধারন সম্পাদক
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি,
সিলেট জেলা শাখা।
Leave a Reply