স্পিনারদের কাছে আরেকটু বেশি প্রত্যাশা ছিল সাকিব আল হাসানের। নিউজিল্যান্ডের কাছে তিন উইকেটে পরাজয়ের পর এ অলরাউন্ডার বলেন, উইকেট সহায়ক ছিল, বল ঘুরছিল, তাই সঠিক জায়গায় বল করলে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য লক্ষ্য তাড়া করার কাজটা আরও কঠিন করা সম্ভব ছিল। রানও আরেকটু বেশি করা দরকার ছিল।
চোটের কারণে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন সাকিব। তিনি বলেন, বল স্পিন করছিল, একটু থামছিল। এটা আমাদের স্পিনারদের ভালো বোলিংয়ে সহায়তা করছিল। আমাদের ভালো মানের স্পিনার রয়েছে। আমরা স্পিনাররা যদি আরেকটু ভালো জায়গায় বল করতে পারতাম, ওদের জন্য কাজটা আরও কঠিন হতো।
সাবিক বলেন, আমাদের পাঁচ জন নিয়মিত বোলার ছিল না। তারপরও ওদের বেধে রেখেছিলাম। আমাদের উইকেট দরকার ছিল, শেষের দিকে পেয়েছিলাম। কিন্তু আমার মনে হয়, আমরা ১০ রান কম করেছি। তবে ফিল্ডাররা ভালো ফিল্ডিং করেছে। অধিনায়ক হিসেবে আমি কোনো কমতি দেখিনি।
সাকিব মনে করেন, কোরি অ্যান্ডারসনের বিদায়ে বাংলাদেশের জেতার সম্ভাবনা জেগেছিল। কিন্তু নাসিরের বলে ড্যানিয়েল ভেটোরির ছক্কায় জয়ের খুব কাছে চলে আসে নিউ জিল্যান্ড।
সাড়ে তিন বছর পর কোনো ম্যাচে দেশকে নেতৃত্ব দেয়াটা উপভোগ করেছেন সাকিব। এই অলরাউন্ডার জানান, বোলিংয়ে আরো কিছুটা উন্নতির সুযোগ রয়েছে বাংলাদেশের।
Leave a Reply