ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের একাধিক ছবির ক্যাপশনে বাংলাদেশি ক্রিকেটারদের পাকিস্তানি বলে উল্লেখ করেছে। হ্যামিল্টনের সিডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের আজকের ম্যাচের উপর ছবিগুলোতে এ ঘটনা ঘটে। আজ বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে এসব ছবি পোস্ট করে বার্তা সংস্থাটি।
ছবিগুলোর ক্যাপশনে এএফপি লিখেছে, ’১৩ মার্চ ২০১৫ হ্যামিলটনের সিডন পার্কে পুল এ’র এক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট নেওয়ার পর পাকিস্তানি বোলার সাকিব আল হাসানকে (বামে) আভিনন্দন জানাচ্ছেন নাসির হোসাইন (মাঝে) এবং উইকেটরক্ষক মুশফিকুর রহিম (ডানে)।’
আরেকটি ছবি রুবেল হোসেনের। এই ছবির ক্যাপশন হচ্ছে, ১৩ মার্চ ২০১৫ হ্যামিলটনের সিডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে পুল এ’র এক ম্যাচে পাকিস্তানি বোলার রুবেল হোসেনের প্রতিক্রিয়া।
এদিকে, এএফপির তরফে এমন বিভ্রান্তির ঘটনায় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বাংলাদেশির মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকে একে এএফপির ইচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে।
Leave a Reply