সিলেটের জেলা জজ আদালত সোমবার ও
বুধবার, অধীনস্ত ম্যাজিস্ট্রেট আদালত
বসবে মঙ্গলবার ও বৃহষ্পতিবার।
প্রধান বিচারপতির নির্দেশনার অনুযায়ী সীমিত পরিসরে জেলা ও মহানগর পর্যায়ের আদালত চালু হচ্ছে।
সিলেটেও আগামী সপ্তাহ থেকে জেলা ও মহানগর দায়রা জজ অধীনস্ত আদালত সমূহ সপ্তাহে দুদিন চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিলেটের পাবলিক প্রসিকিউটর, সিনিয়র এডভোকেট নিজাম উদ্দিন জানিয়েছেন, সিলেট মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম প্রতি সপ্তাহে সোমবার ও বৃহষ্পতিবার চালু থাকবে। এছাড়া, জেলা জজের অধীনস্ত ম্যাজিস্ট্রেট আদালত সমুহের কার্যক্রম হবে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহষ্পতিবার।
১ জন সিনিয়র ম্যাজিস্ট্রেট সবগুলো ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বে থাকবেন। জেলা জজ আদালতে প্রতিটি মামলার জন্য ১ জন আইনজীবী প্রবেশ করতে পারবেন।
তবে, এজলাস কক্ষে আইনজীবীদেও সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে। জেলা ও দায়রা জজ আদালতে শুধুমাত্র জামিন সংক্রান্ত বিবিধ মোকদ্দমা ও জরুরী ইনজাংশন সংক্রান্ত দেওয়ানী পিটিশন শুনানী অনুষ্ঠিত হবে। সিলেটের জেলা ও দায়রা জজ এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন এডভোকেট নিজাম উদ্দিন।
মহানগর দায়রা জজ আদালত থেকে এ বিষয়ে এখন পর্যন্ত সুষ্পষ্ট কোন নির্দেশনা না আসলেও একই ভাবে মহানগর দায়রা জজ আদালতের কোর্টসমূহ পরিচালিত হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, সিনিয়র এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী।
Leave a Reply