রাজনৈতিক কর্মসূচি থেকে শিক্ষা ও শিক্ষাঙ্গনকে রক্ষার দাবিতে শনিবার সকাল ১১টা থেকে সারাদেশের সরকারি-বেসরকারি কলেজে ৪৫ মিনিটব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন উর রশীদের আহ্বানে সিলেট সহ দেশের ২ হাজার ১শ ৫৪টি সরকারি-বেসরকারি কলেজে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এম.সি কলেজে ও মানববন্ধন করা হয় শিক্ষক শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন। সিলেট মদনমোহন কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ দেশের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার উপর গুরুত্ব আরোপ করে বলেন, না হলে শিক্ষা কার্যক্রম বারবার ব্যাহত হবে, যা কারোরই কাম্য হতে পারেনা।কর্মসূচিতে মদনমোহন কলেজের উপাধ্যক্ষ শর্বানী অর্জ্জুন ও রফিকুল ইসলাম এবং বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল হান্নান, অধ্যাপক জয়ন্ত দাস, অধ্যাপক আহমদ হোসেন, সহযোগী অধ্যাপক আব্দুল হামিদ, সহযোগী অধ্যাপক শংকর চৌধুরী, সহযোগী অধ্যাপক রণজিৎ মোহন্ত, সহযোগী অধ্যাপক হোসনে আরা কামালী ও সহযোগী অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা যোগ দেন।সিলেটের অন্যান্য সরকারি-বেসরকারি কলেজেও একই দাবিতে মানববন্ধন করা হয়
Leave a Reply