ডেইলি চিরন্তনঃ সিলেটে নতুন করে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ১১৫ জন। এর মধ্যে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পরীক্ষায় ৯৯ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবের পরীক্ষায় আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সবার নমুনা পরীক্ষায় জট সৃষ্টি হওয়ায় ৬৬৭টি নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৭৮ জনের করোনা ধরা পড়েছে। এছাড়া হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যাওয়া প্রায় নমুনার মধ্যে আরও ২১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, পাঠানো নমুনাগুলো ল্যাব আইডি দিয়ে পাঠানো হয়েছিল। যে কারণে এখনো কোন কোন রোগীর ফলাফল পজেটিভ এসেছে তা শনাক্ত করা যায়নি।
এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে মোট ১৬৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা ভাইরাস ধরা পড়েছে।
Leave a Reply