করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। আজ সোমবার (৪ মে) ঢাকায় নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। তিনি বলেন, ‘তিনি এখন জেলা প্রশাসকের ডাক বাংলোয় আইসোলেশনে আছেন। তবে এখনও তার শরীরে কভিড-১৯ এর কোনো উপসর্গ দেখা দেয়নি। তাই পুনরায় পরীক্ষার জন্য আবারও নমুনা সংগ্রহ করা হয়েছে।’
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হবিগঞ্জে। জেলায় এ পর্যন্ত ৭৫ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আগেই জেলা প্রশাসনের চার কর্মকর্তা করোনা আক্রান্ত হন। এছাড়া চিকিৎসক ও নার্সসহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Leave a Reply