বাংলাদেশে এক দিনে রেকর্ড ১ হাজার ৮৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০ জনের। দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর আর কখনও এক দিনে এত নতুন রোগী শনাক্ত হয়নি।
এ নিয়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ৩২ হাজার ৭৮ জনকে শনাক্ত করা হলো। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ শনিবার (২৩ মে) দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন। তিনি জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪৮৬ জন সুস্থ হয়ে উঠলেন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৭৫টি।
Leave a Reply