সিলেটে এতদিন একটি হাসপাতাল থেকেই করোনাভাইরাসের চিকিৎসা দেওয়া হচ্ছিলো। চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন হাসপাতাল ছিলো করোনা চিকিৎসায় সিলেটে একমাত্র ভরসা। এবার তার সাথে যুক্ত হয়েছে বেসরকারি হাসপাতাল নর্থ ইস্টও। ইতোমধ্যেই সেবা কার্যক্রম শুরু করেছে দক্ষিণ সুরমার বদিকোনায় অবস্থিত হাসপাতালটি। ২০টি আইসিইউসহ ২০০টি শয্যা নিয়ে সোমবার থেকে চিকিৎসা কার্যক্রম শুরু করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট। হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে সেবা নিচ্ছেন ১৩ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ২ জন।
সিলেট বিভাগে ইতোমধ্যেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর মধ্যে অর্ধ সহস্রাধিক আক্রান্ত কেবল সিলেট জেলাতেই। ফলে ১০০ শয্যার একটি মাত্র হাসপাতালে রোগী সামাল দেওয়া যাচ্ছে না। এদিকে, করোনা সংক্রমণের শুরুতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশাপাশি সংক্রামক ব্যাধি হাসপাতাল ও খাদিমপাড়া সরকারি হাসপাতালকেও করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করা হলেও এ দুটি হাসপাতালে করোনা চিকিৎসার উপযোগী নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুই হাসপাতালের কোনটিতেই আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন ও পর্যাপ্ত জনবল নেই। খুব বেশি হলে হাসপাতাল দুটোকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাই খোঁজা হচ্ছিলো বিকল্প উপায়। বেসরকারি হাসপাতাল রিকিউজিশনের চিন্তা করা হয়। এক্ষেত্রে এগিয়ে আসে নর্থ ইস্ট হাসপাতাল। তাদের সাথে সমঝোতার ভিত্তিতে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই হাসপাতালটিতে রোগী ভর্তি শুরু হওয়ার কথা। তবে মন্ত্রনালয়ের অনুমতির অপেক্ষায় না থেকে মানবিক বিবেচনায় সোমবার থেকেই করোনা চিকিৎসা কার্যক্রম শুরু করে নর্থ ইস্ট হাসপাতাল।
নর্থ ইস্ট হাসপাতালের কোভিড-১৯’ সেবার সমন্বয়ক অধ্যাপক ডা. মো নাজমুল ইসলাম আশ্বস্ত করেছেন যে করোনাআক্রান্ত রোগী ও অন্য রোগীদের সম্পূর্ণ আলাদাভাবে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ নিয়ে রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন তিনি।
Leave a Reply