ডেইলি চিরন্তনঃ ** মাননীয় সাবেক অর্থমন্ত্রী ছিলেন আসাম প্রদেশের ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া তুখোড় মেধাবী ছাত্র!
** প্রথম কোন কূটনীতিক 25 মার্চ কালো রাতের পর Washington DC তে নিজের নাগরিকত্ব বিষর্জন দিয়েছিলেন।
**বাংলাদেশে প্রথম কোন মন্ত্রী, হুসেইন মোহাম্মদ এরশাদ যখন, দল গঠন করে, দলীয় সরকার গঠন করেন, তখন তিনি স্বেচ্ছায় মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করছিলেন।
** জানামতে একমাত্র কোন মন্ত্রী এই উপমহাদেশে ছিলেন যিনি অক্সফোর্ড এবং হার্ভাডে ডিগ্রি লাভদারী।
** বাংলাদেশের মানুষ মাননীয় প্রধান মন্ত্রীর পরে যে দু-একজনকে এখন ও অন্ধভাবে বিশ্বাস করে সম্মান করে, শ্রদ্ধাকরে তিনি তাদের মধ্যে একজন।
আরও যা আছে উনার সম্পর্কে বলে বা লিখে শেষ করা যাবে না।
মাননীয় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বা যারা অনেক কিছু লিখেছেন তাদের শুধু বলবো প্লিজ এবার থামুন গুজবরটানো বন্ধ করুন,।
মনে রাখবেন আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের গৌরব,সিলেটের অহংকার।
অনেকেই যা করছেন তাশুধু কুরুচিপূর্ণ মানসিকতা সম্পন্ন মানুষিক ভাবে বিকৃতদের দারাই সম্ভব।
সাবেক সফল অর্থমন্ত্রীর
অবসর কালিন সময়, নাতনীদের সাথে ভালোই কাটছে । অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুজব, মিথ্যা বানোয়াট গল্প, যা খুবই দুঃখজনক।
Leave a Reply