ডেইলি চিরন্তনঃ সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক (সদ্য বরখাস্তকৃত) ইনচার্জ এস.আই আকবরের সকল ‘অপরাধ’ বিষয়ে তদন্ত করতে স্বররাষ্ট্রমন্ত্রণালয়ে ডিও লেটার (চাহিদাপত্র) পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মুমিন। বুধবার (১৪ অক্টোবর) মন্ত্রী এ পত্র পাঠান।
ডিও লেটারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৪ অক্টোবর (মঙ্গলবার) দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘সিলেট বন্দরের রাজা এক ভয়ঙ্কর আকবর কাহিনি’ শিরােনামে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে (আকবরের) বিষয়টি সিলেটবাসী তথা সিলেটের সংসদ সদস্য হিসেবে আমাকে খুবই বিব্রত ও মর্মাহত করেছে।
আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিশ্চয়ই অবগত আছেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের শ্রোতে এগিয়ে যাচ্ছে, তখন এরকম সংবাদ (পুলিশের অপরাধ বিষয়) জনমনে সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন করে। প্রকাশিত খবরের (আকবরের অপরাধের) বিষয়টি গুরুত্বের সহিত পর্যালােচনাপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আমি আশাবাদ ব্যক্ত করছি।
এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরােধ করছি।’
Leave a Reply