বর্তমানে যে দু’জন আম্পায়ার বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্রিকেট বিশ্বে হৈ চৈ ফেলে দিয়েছেন তারা হলেন পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গোল্ড। বুধবার তাদের বাজে সিদ্ধান্তে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে টাইগাররা। সাবেক ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটাররা পর্যন্ত আম্পায়ারদের ওই সিদ্ধান্তকে বাজে বলে রায় দিয়েছেন।
বিতর্কিত ওই আম্পায়ার গোল্ডকে জরিমানা করা তো দূরের কথা আইসিসি তার পক্ষে নিয়ে সাফাই গেয়েছেন। আর পুরস্কার হিসেবে সেমি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের আম্পায়ােরে দায়িত্ব দেওয়া হয়েছে! এখন পর্যন্ত মাত্র ১৮টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ পরিচালনা করা সেই গোল্ডকে কেন আবার সেমিতে দায়িত্ব দেওয়া হচ্ছে তা নিয়ে নতুন করে অবশ্যই প্রশ্ন জাগবে বিশ্ববাসীর মনে। তবে আপাতত আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে তা মেনে নিতে হবে সবাইকে।
বিশ্বকাপের ১১তম আসরের দুটি সেমি ফাইনালের জন্য শনিবার ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। সেখানেই প্রথম সেমিফাইনালের অন-ফিল্ড আম্পায়ারদের তালিকায় রয়েছে ইয়ান গোল্ডের নাম।
আগামী ২৪ মার্চ প্রথম সেমিফাইনাল ম্যাচটিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে গোল্ড ছাড়াও অপর অন-ফিল্ড আম্পায়ারটি হলেন অস্ট্রেলিয়ার রড টাকার। থার্ড আম্পায়ার হিসেবে থাকছেন আরেক ইংলিশ আম্পায়ার নাইজেল লং। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড বুন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ারই ব্রুস ওক্সেনফোর্ড।
আসরের দ্বিতীয় সেমিফাইনালে আগামী ২৬ মার্চ মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচের অন-ফিল্ড দুই আম্পায়ার হলেন- শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও ইংলিশ আম্পায়ার রিচার্ড ক্যাটলবোরাফ। থার্ড আম্পায়ের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মারিয়াস এরাসমাস। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ইলিংওর্থ। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক রঞ্জন মাদুগল।
Leave a Reply