ডেইলি চিরন্তনঃ আমরণ অনশনে বসেছেন সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের মা সালমা বেগম। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ফাঁড়ির সামনে অনশন শুরু করেন।
এসময় তিনি ও তার পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফেস্টুন প্রদর্শন করেন। অনশনরতদের মাথায় কাফনের কাপড় বাঁধা দেখা গেছে।
উল্লেখ্য, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে ১১ অক্টোবর সকালে ওসমানী মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি এএসআই আশেকে এলাহী। সকাল ৭টা ৫০ মিনিটে রায়হান মৃত্যুবরণ করেন।
পুলিশ প্রথমে গণপিটুনিতে ছিতাইকারীর মৃত্যু বলে চালিয়ে দিতে চাইলেও হত্যা ও পুলিশ হেফাজতে মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা দায়ের করেন রায়হানের স্ত্রী তান্নি। পরে বন্দর বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। মামলার তদন্তকারী সংস্থা পিবিআই ইতোমধ্যে সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাশ ও হারুনুর রশিদকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নিয়েছে।
তবে মূল অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির বরখাস্তকৃত ইনচার্জ আকবর হোসেন ভুঁইয়া পলাতক।
Leave a Reply