ডেইলি চিরন্তনঃ আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা আর নেই। ৬০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই ফুটবল জাদুকর। বুধবার (২৫ নভেম্বর) নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। বিশ্বজয়ী কিংবদন্তি এই ফুটবল তারকার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব।
খবর ডেইলি মেইল, আল জাজিরার।
এর আগে নিজের ৬০ তম জন্মদিন পালনের কয়েকদিন পরই অসুস্থ হয়ে পড়েছিলেন ম্যারাডোনা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। প্রথমে শোনা গিয়েছিল, ম্যারাডোনা হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
তার শরীরে করোনার প্রভাবও রয়েছে।
সেসব গুজব উড়িয়ে দিয়ে তার চিকিৎসক লিপোলদো লুকি জানান, ম্যারাডোনার শরীরে করোনার কোনও লক্ষণ পাওয়া যায়নি। তিনি হৃদরোগেও আক্রান্ত হননি। তার অসুস্থতা ততটা গুরুত্বপূর্ণ নয়।
আসলে বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন তিনি। তাকে গ্রাস করেছে অবসাদ। যার প্রভাব পড়ছে তার শরীরের উপরও।
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার খ্যাত ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান ১৯৮৬ সালে। এছাড়াও খেলেছেন বোকা জুনিয়র্স, নাপোলি ও বার্সেলোনা ক্লাবের হয়ে।
Leave a Reply