ডেইলি চিরন্তনঃ জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ১লা মে শনিবার সকাল ১১ ঘটিকায় দক্ষিণ সুরমা উপজেলার ৩ তেতলী ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া ও উনার সহধর্মিনী লন্ডন প্রবাসী মহিয়সী নারী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে দক্ষিণ সুরমা উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন, ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নসহ সিলেট নগরীর বিভিন্ন স্থানে ২ হাজারেরও অধিক পরিবারের মধ্যে চাল ৮ কেজি, আলু ৫ কেজি, পেঁয়াজ ২ কেজি, তেল ১লিটার, ছোলা ১ কেজি, লবন ১ কেজি, খেজুর ১ কেজি, ডাল ১ কেজি সহ মোট ২০ কেজি পরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ। এসময় উপস্থিত ছিলেন প্রগতি উচ্চবিদ্যালয় ও বদিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন আফাজ,বিশিষ্ট সমাজ সেবক মোঃ রোকন আহমদ,সাংবাদিক আজমল আহমদ রুমন, শরিফ আহমদ, জাহেদ আহমদ,সমাজকর্মি রুবেল আহমদ প্রমুখ।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট ২০০১ সাল থেকে মানবতার কল্যাণে নিবেদিতভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০০৯ সালে মোগলাবাজারে ট্রাস্ট পরিচালনা কমিটি গঠন করে অসংখ্য সামাজিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ২৪ এপ্রিল বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর থেকে নিয়মিত প্রতিদিন ২/৩টি স্থানে দুই থেকে তিনশত পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চলতি সপ্তহে এভাবে নিয়মিত বিভিন্ন স্থানে ২ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
Leave a Reply