ডেইলি চিরন্তনঃ সিলেট দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহি বদিকোনা যুব সমাজের উদ্ধোগে এলাকায় মাদক ব্যাবসায়িদের অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্টিত প্রতিবাদ সভায় সভাপতিত্বে করেন ৩ নং তেতলী ইউনিয়ন পরিষদ এর সদস্য আলী হোসেন।
উক্ত সভায় বক্তব্য রাখেন,জনাব রফিক আলী, বীর মুক্তি যুদ্ধা ইলাস মিয়া,ইকবাল হোসেন আফাজ,সাদেকুল ইসলাম,জালাল আহমদ,আব্দুল হেকিম,কবির আমহদ,মুসস্তাক আহমদ,আলী হায়দর,ফয়েজ আহমদ,রজব আলী, মনু মিয়া,মোঃ নানু মিয়া,এমদাদুল ইসলাম লিটন,প্রমূখ
সভায় বক্তারা বলেন মাদক ব্যাবসায়িদের এসব অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি যুব সমাজকে এগিয়ে আসতে হবে। মাদক, ও অসামাজিক কার্যকলাপ কারিদের কঠোর ভাবে দমন করতে হবে।মাদক ব্যাবসায়িদের ধরে আইনের হাতে তুলে দিতে হবে।
মাদকে যে বা যারা আক্রান্ত হচ্ছে, তাদের সুন্দর জীবন অকালেই ধ্বংস হয়ে যাচ্ছে। আজ থেকে সবাই শপথ করোন কোনো সময় মাদককে প্রশ্রয় দেবেন না। মাদককে ঠেঁকাতে হলে সবাইকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে।
Leave a Reply