চলতি বিশ্বকাপে ক্রিস গেইল ও মার্টিন গাপটিলের অসাধারণ ডাবল সেঞ্চুরি দেখতে পেয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। যা ৪০ বছরের বিশ্বকাপ ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। শুধু কি তাই, ব্যাটসম্যান বোলার ছোঁড়া বলকে বাউন্ডারিতে আছড়ে ফেলেছেন ২৫৫৯ বার। এর মধ্যে ফাইনাল ম্যাচের আগ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ছয় হয়েছে ৪৫০টি। আর বাউন্ডারি ২১০৯টি। শুধু বাউন্ডারি থেকে ১১১৩৬ রান সংগ্রহ করেছে ব্যাটসম্যানরা, যা অতীত বিশ্বকাপগুলোর থেকে প্রায় দেড়গুণ বেশি।
ব্যাটসম্যানদের এমন রান বন্যার মধ্যে বোলাররা যে পুরোপুরি নিরব ছিলেন তা কিন্তু নয়। অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির মতো বোলাররা কিন্তু নিজেদের অাধিপত্য বজায় রেখেছেন। তারপর ব্যাটসম্যানদের এমন শাসন ভালো লাগেনি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির।
সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেন,‘টি-টোয়েন্টি এর প্রভাব ওয়ানডে এবং টেস্ট খেলার ধরনে ব্যাপক প্রভাব ফেলেছে। যে কারণে ব্যাটসম্যানরা আগের থেকে অনেক বেশি আক্রমণাত্মক। এ কারণে ফিল্ডিংয়ের নিয়মনীতির পরিবর্তন জরুরী।’
আইসিসির এই প্রধান জানান, শেষ ১০ ওভারে চারজনের পরিবর্তে পাঁচজন ফিল্ডার বৃত্তের বাইরে রাখার প্রস্তাব এসেছে। এটাই হতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন।
Leave a Reply