গোলশূন্য নব্বই মিনিটের পর অতিরিক্ত সময়ে এসেছে সবকটি গোল। ইতালির পক্ষে গোল করেছেন ফেদেরিকো চিয়েসা ও মোতটো পেসসিনা। আর অস্ট্রিয়ার পক্ষে একমাত্র গোলটি করেছেন সাসা কালাজদোভিচ।
এই জয়ে ইতালি নিজেদের ইতিহাসকে টানা অপরাজিত থাকার রেকর্ডকে ৩১ পর্যন্ত নিয়ে গেল। এবারের চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্যায়ে কোন গোল না খাওয়া ইতালি এই ম্যাচে একটি গোল খেলেও পরাজিত হয়নি। তারা সবশেষ হেরেছিল ২০১৮ সালে, নেশন্স লিগে পর্তুগালের বিপক্ষে।
প্রথমার্ধে ইতালির একের পর এক সামলে গেছে অস্ট্রিয়া, কিন্তু দ্বিতীয়ার্ধের ছিল উলটো চিত্র। তারাও আক্রমণে উঠে আসে একের পর এক। ৬৫তম মিনিটে দাভিদ আলাবার ক্রস থেকে হেডে জালে বল পাঠান মার্কো আর্নাউতোভিচ। তবে ভিএআর প্রযুক্তি ব্যবহার করে রেফারি বাতিল করেন সেই গোল।
নির্ধারিত সময়ের খেলা অতিরিক্ত পর্যায়ে গড়ালে ম্যাচের ১০৫তম মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন চিয়েসা। বাঁ দিক থেকে স্পিনসোলার ক্রস ছয় গজ বক্সের ডান দিকে পেয়ে হেডে নামিয়ে ডান পায়ের ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোল করেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড।
এর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পেস্সিনা। ডি-বক্সে বেলোত্তি দুই ডিফেন্ডারকে ফাঁকি দেওয়ার চেষ্টায় ছিলেন, তারই ফাঁকে বল পেয়ে ছয় গজ বক্সে ঢুকে জোরালো কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন আতালান্তার এই মিডফিল্ডার।
ম্যাচ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে অস্ট্রিয়ার হয়ে একমাত্র গোল করেন সাদা। কর্নার থেকে পাওয়া বল থেকে দুর্দান্ত হেডে গোল করেন তিনি।
এরপর আর কোন গোল না হওয়ায় ২-১ এ ম্যাচ জিতে ইতালি পৌঁছায় কোয়ার্টার ফাইনালে।
Leave a Reply