কিছুদিন ধরে ক্লাব বার্সেলোনার হয়ে গোল পাচ্ছিলেন না নেইমার। কিন্তু তাতে কি ফর্ম যেমনই থাক না কেন, জাতীয় দলের জার্সি পরলেই বদলে যান নেইমার। তাই প্রথমে পিছিয়ে পড়েও ফ্রান্সকে তাদের মাঠেই ৩-১ গোলের সহজ জয় পেয়েছে দুঙ্গার শিষ্যরা।
বৃহস্পতিবার ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে শুরুটা ভালো হয়নি ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচের ২১তম মিনিটে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ভারানের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ২৮তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে ফ্রান্স, পরের মিনিটে সমতায় ফেরার সুযোগ হারায় ব্রাজিল।
৪০তম মিনিটে অস্কারের নৈপুণ্যে সমতায় ফেরে ব্রাজিল। হফেনহাইমের মিডফিল্ডার রবের্তো ফিরমিনোর সঙ্গে বল দেয়া করে ডি বক্সে ঢুকে ডান পায়ের শটে বল জালে জড়ান চেলসির এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে অস্কারের এটা দ্বাদশ গোল।
দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটেই দুর্দান্ত এক গোলে দলকে ম্যাচে এগিয়ে দেন নেইমার। উইলিয়ানের কোনাকুনি পাস ধরে বাঁ-দিকের দুরূহ কোণ থেকে বাঁ-পায়ের জোরালো শটে বল জালে পাঠান বার্সেলোনার এই তারকা। জাতীয় দলের হয়ে গত ১৫ ম্যাচে নেইমারের এটা ষষ্ঠদশ গোল; আর ৪৩তম গোল হলো এই তারকার।
৬৯তম মিনিটে ব্যবধান ৩-১ করে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন গুস্তাভো। চেলসির মিডফিল্ডার উইলিয়ানের কর্নারে হেড করে গোলটি করেন ভলফসবুর্গের এই মিডফিল্ডার। গোলটিতে ফরাসি রক্ষণের দুর্বলতা বেশ ভালোভাবেই চোখে পড়ে।
৭৭তম মিনিটে ফের নেইমার জাদুর দেখা মেলে; পেছনে লেগে থাকা দুই জন ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে জোরালো শট নেন তিনি, কিন্তু বল লক্ষ্যে রাখতে পারলেন না। পরবর্তী সময়ে দু’দল কোনো গোলের দেখা না পেলে ৩-১ সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
Leave a Reply