ডেইলি চিরন্তনঃ লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় জনসাধারণের মধ্যে এবং পবিত্র ঈদুল আযহা” উপলক্ষে ২ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে “লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় জনসাধারণের মধ্যে এবং পবিত্র ঈদুল আযহা” উপলক্ষে সিলেট নগরী বিভিন্ন স্থানে, দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি ইউনিয়নসহ মোগলাবাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডনপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া ও উনার সহধর্মিণী জয়তুন হস্তশিল্প সেলাই প্রশিক্ষণ একাডেমী, জয়তুন বয়স্ক নারী শিক্ষা কেন্দ্রের চেয়ারপার্সন মহীয়সী নারী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে ২ হাজার পরিবারের মধ্যে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হইবে।
“জয়তুন ওয়েলেফেয়ার ট্রাস্ট” ২০০৯ সাল থেকে যেভাবে মানবতার কল্যানে করে আসছে ঠিক একইভাবে এই দুর্যোগময় মুহূর্তে বিশেষ করে “লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় জনসাধারণের মধ্যে এবং পবিত্র ঈদুল আযহা” উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও অসহায় হতদরিদ্র ২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী (চাল- ৯কেজি, ডাল- ২কেজি, পিয়াজ- ৩কেজি, লবণ- ১কেজি, সোয়াবিন তেল- ২লিটার ও আলু- ৮কেজি) মোট ২৫কেজি করে বিতরণ করা হবে।
উক্ত খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠান আগামীকাল ১৩ জুলাই ২০২১ইং, মঙ্গলবার সকাল ১১.০০ঘটিকায় মোগলাবাজার সংলগ্ন রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হইবে।
ট্রাস্টের সকল নেতৃবৃন্দসহ, সমাজকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের যথাসময়ে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন,জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট এর নির্বাহী পরিচালক,শাহীন আহমদ।
Leave a Reply