ডেইলি চিরন্তনঃ জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের তেলিবাজার বাইপাস পয়েন্ট সংলগ্ন মাঠে কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে ২৫ কেজি পরিমাণ (চাল-৯ কেজি, আলু-৮ কেজি, পিয়াজ-৩ কেজি, ডাল-২ কেজি, সয়াবিন তেল-২ লিটার, লবণ-১ কেজি) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সিলেট নগরীর বিভিন্ন এলাকা, দক্ষিণ সুরমা উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন, মোগলাবাজার ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড ও অবহেলিত সোনাপুর গ্রামসহ ২ হাজার পরিবারের মধ্যে “লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় জনসাধারণের মধ্যে এবং পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে” খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডনপ্রবাসী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া ও উনার সহধর্মিনী লন্ডন প্রবাসী মহীয়সী নারী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, তেতলী ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী ইকবাল হোসেন আফাজ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব নুরুল ইসলাম রূপন ও সাংবাদিক শেখ জাহেদ আহমদ প্রমূখ।
Leave a Reply