সিলেট কোতোয়ালী মডেল থানাধীন বাগবাড়ী এলাকায় আপন ভাইকে হত্যার হুমকির প্রেক্ষিতে বড়ভাই থানায় জি.ডি এন্ট্রি করেছেন।
নগরীর বাগবাড়ী এলাকায় একতা-২৩৩নং বাড়ির বাসিন্দা নগেন্দ্র কপালীর ছেলে শ্যামল কপালী এ জি.ডি এন্ট্রিভুক্ত করেন। যার নম্বর কোতোয়ালী মডেল থানা জি.ডি নং- ১১৮১, তাং- ১৩/০২/২২ইং।
জি.ডি সূত্রে জানা যায়, শ্যামল কপালীর ছোট ভাই সঞ্জু কপালী (৪১) পরিবারের কারো কথা না শুনিয়া তার নিজের ইচ্ছেমত চলাফেরা করে। পরিবারের পক্ষ থেকে ভালভাবে চলাফেরা করার জন্য বললে, সে তার বড়ভাই শ্যামল কপালীকে গালিগালাজ সহ ভয়-ভীতি হুমকি প্রদর্শন করে বর্তমানে বাসার বাইরে অবস্থান করছে।
গত ১২/০২/২০২২ইং তারিখ রাত অনুমান ৮:১০ টার সময় সঞ্জু কপালী তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯৪৪ ০২৯৯০২ হতে শ্যামল কপালীর ০১৭১২ ১৭২৬৪৫ মোবাইল নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে তাকে হত্যা করার হুমকি প্রদর্শন করে কল কেটে দেয়। পরবর্তীতে ০১৩০০ ৫৬০৯৬৮ নম্বর হতে শ্যামল কপালীর মোবাইলে এস.এম.এস করে হত্যার হুমকির পুনাবৃত্তি করে। ফলে বাধ্য হয়ে শ্যামল কপালী থানায় জি.ডি এন্ট্রি করেছেন।
Leave a Reply