ডেইলি চিরন্তনঃ পঞ্চমবারের মতো মালদ্বীপের ঘরোয়া লিগ ফুটবল খেলতে গিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। কেক কেটে সাফজয়ী এ অধিনায়ককে স্বাগত জানিয়েছে ধিবেহি সিফাইং ক্লাব।
নিজের ফেসবুক পেজে সেই ছবি আপলোড করেছেন সাবিনা। সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।
সেই দুই পুরস্কার হাতে তোলা ছবি দিয়ে ব্যাকড্রপ বানিয়ে সাবিনাকে অভিনন্দন জানানো কেকের ব্যবস্থা করেছে ধিবেহি ক্লাব। সাবিনা লিখেছেন, ‘উষ্ণ অভ্যর্থনার জন্য আমার সতীর্থ ও ক্লাব অফিসিয়ালদের ধন্যবাদ।’
গত বছরের মতো এবারও সাবিনার সঙ্গী হয়েছেন জাপানে জন্ম নেওয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। দেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের এ দুই ফুটবলার মালদ্বীপে খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে। এটি মূলত মালদ্বীপ ডিফেন্স ফোর্সের ক্লাব। এই ক্লাবেই আগে তিনবার খেলে এসেছেন সাবিনা।
সাবিনা ২০১৫ সালে প্রথম মালদ্বীপের ঘরোয়া ফুটবলে অংশ নিয়েছিলেন দেশটির ডিফেন্স ফোর্সের হয়ে। পরের বছর খেলতে গিয়েছিলেন ধিবেহি সিফাইং ক্লাবে। চার ম্যাচে ৩১ গোল করে আলোড়ন সৃষ্টি করেছিলেন সাবিনা খাতুন।
মালদ্বীপ ছাড়াও সাবিনা খাতুন খেলেছেন ভারতের ঘরোয়া ফুটবলে। ২০১৮ সালে সেথু এফসিতে খেলে সাত ম্যাচে ৬ গোল করেছিলেন দক্ষিণ এশিয়ার গোলমেশিনখ্যাত এই নারী ফুটবলার।
Leave a Reply