ডেইলি চিরন্তনঃ সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সিলেট জজ আদালতস্থ আইনজীবী সহকারী সমিতি কার্যালয়ে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৪১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যায় ভোট গণনা শেষে সভাপতি পদে ২৩১ ভোট পেয়ে বিজয়ী হন বর্তমান সভাপতি জয়নাল আবেদীন । তার নিকটতম প্রতিদ্বন্ধি বশির উদ্দিন পেয়েছেন ৯০ ভোট। এ পদে আতাউর রহমান চৌধুরী রুকেল পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৬ ভোট পেয়ে বিজয়ী হন বীরেন্দ্র চন্দ্র মল্লিক। তার নিকটতম প্রতিদ্বন্ধি শাহনূর আহমদ পেয়েছেন ৯৪ ভোট। এ পদে বিশ্বজিৎ তালুকদার পেয়েছেন ৬০ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হন দিলাজ আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্ধি সুলতান আহমদ চৌধুরী পেয়েছেন ১৩৮ ভোট।
এর পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন সহ-সাধারণ সম্পাদক পদে মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক পদে মো. আবুল হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. নুরুল হক নাহিদ, প্রচার সম্পাদক পদে সজিব কুমার চন্দ, লাইব্রেরী সম্পাদক পদে মো. আছাদ উদ্দিন তালুকদার ও কার্যনিবাহী সদস্য পদে বিজয়ী হন নেপুর চন্দ্র গুন, বিপুল চন্দ্র দাস, বিজিত দত্ত, মো. শরিফ আহমদ, মো. আলমগীর হোসেন, শাহ মো. এমাদুল হক রাজন, সোহাগ আহমদ।
দ্বি-বার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো. জমির উদ্দিন ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন দিলীপ চন্দ্র কর। বিজ্ঞপ্তি
Leave a Reply