ডেইলি চিরন্তনঃ “মাদক মুক্ত জীবনচাই ”-“যৌতুক নয় ভালবাসা চাই” এই শ্লোগান কে সামনে রেখে ২০২৩ সালের ৯ই মে মঙ্গলবার ২১ বৎসরে পা রাখলো, শতভাগ মাদক ও ধুমপান মুক্ত এবং যৌতুক বিরোধী মন মানসিকতা সম্পন্ন সদস্যদের নিয়ে গঠিত, বাংলাদেশের একমাত্র মাদক,যৌতুক বিরোধী ও সাংস্কৃতিক সংগঠন “চিরন্তন”।
সদস্যদের উপস্থিথিতে, প্রতিষ্টা লগ্নথেকে প্রতি শুক্রবার চিরন্তন কার্যালয় হয়েউঠে প্রাণচাঞ্চল্যময় ,সকল সদস্যদের ভালবাসা ও আন্তরিকতায় সংগঠনের আদর্শধরে রেখে উদ্দ্যেশ্য বাস্তবায়নের লক্ষ্যে, কাজ করে যাচ্ছে চিরন্তন,বর্তমানে সাপ্তাহের প্রতি শুক্রবার মাদক ও যৌতুক বিরোধী কার্যক্রমকে আরো গতিশিল করার লক্ষ্যে সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়ে আসছে।ও বর্তমানে মহামারি করোনাকালিন সময়ে সংগঠনের সকল প্রকার সাংস্কৃতিক কার্যক্রম স্থগিত করে,যতটুকু সম্ভব,সদস্য বৃন্দ অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
২০০৩ সালের ৯মে ধূমপান,মাদক ও যৌতুক মুক্ত দেশ গঠনে অঙ্গিকার বদ্ধ,প্রগতিশীল মন মানশিকতা সম্পন্ন ১১ জন সদস্য নিয়ে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক সভার মাধ্যমে গঠন করি,মাদক যৌতুক বিরোধী ও সাংস্কৃতিক সংগঠন,”চিরন্তন”
কোন একদিন হয়তো আমাদের এইদেশ হবে, সম্পূর্ণ মাদক ও যৌতুক মুক্ত।
কোন একদিন হয়তো বাংলাদেশের প্রতিটি মানুষ চিরন্তন এর “মাদক মুক্তজীবন চাই” যৌতুক নয় ভালবাসা চাই” শ্লোগানটির সাথে একাত্বতা পোষন করবে এই প্রত্যাশা নিয়ে চিরন্তন কাজ করে যাচ্ছে,আজ হাজার ও সদস্য ছড়িয়ে ছিটিয়ে আছে, দেশ বিদেশের বিভিন্ন স্থানে,এবং যে যেখানেই আছে নিজেকে মাদক, ধূমপান,যৌতুক মুক্ত রেখে নিজের পরিবার,বন্ধু, পাড়াপড়শিকে এই কাজে উদ্বুদ্ধ করছে।
পরিশেষে সবাইকে জানাচ্ছি চিরন্তন এর প্রতিষ্টাবার্ষিকির শুভেচ্ছা,সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন,এই কামনায়-
-মোঃ ইকবাল হোসেন আফাজ
সভাপতি
মাদক যৌতুক বিরোধী ও সাংস্কৃতিক সংগঠন “চিরন্তন”.
Leave a Reply