ডেইলি চিরন্তনঃ সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর ৩৪নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী আবু বকর লিলুর মনোনয় পত্র ত্রুটিমুক্ত ও বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আর এ সংবাদ ৩৪নং ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে পৌঁছালে আনন্দে ফেটে পড়েন এলাকাবাসী সহ তার কর্মীসমর্থকরা।
আবু বকর লিলু তার নির্বাচনী এলাকা ৩৪নং ওয়ার্ডের জনপ্রিয় ব্যক্তিত্ব। দীর্ঘদিন থেকে সামাজিক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তিনি তাদের অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট ছিলেন। ওয়ার্ডের নানাবিধ সমস্যা সমাধানে তিনি বেশ তৎপর ছিলেন। আর এ কারণে সিলেট সিটি করপোরেন নির্বাচনে এলাকাবাসী তাকে ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পেতে চায়।
উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৩ মে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার দিন শেষ দিন ছিল। আগামী ২১ জুন সিলেট সিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২ জুন প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিক প্রচারে নামবেন প্রার্থীরা।
Leave a Reply