ডেইলি চিরন্তনঃ মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করায় সিনিয়র ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক ওয়ারেন্ট তামিলকারী পুলিশ অফিসারকে শোকজ করেছেন। বুধবার দুপুরে ওই আসামি আদালতে আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতিকালে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
জানা গেছে, বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জইন মিয়া বুধবার সকালে আদালতে হাজির হয়ে জামিন নিতে নিয়োজিত আইনজীবীর মাধ্যমে আদালতে দরখাস্ত করেন। হাজিরা ও জামিনের দরখাস্ত জমা দিয়ে তিনি আদালত প্রাঙ্গণে ঘোরাঘুরি করছিলেন। এ সময় ওয়ারেন্ট তামিলকারী পুলিশ অফিসার এসআই আতাউর রহমান তাকে গ্রেফতার করে আদালতের কাস্টডিতে আটক রাখেন।
বিষয়টি আসামির আইনজীবী আদালতকে অবহিত করলে শুনানি শেষে আদালত ওই আসামির জামিন মঞ্জুর করেন এবং ওয়ারেন্ট তামিলকারী পুলিশ অফিসারকে শোকজ করেছেন।
আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, আদালত প্রাঙ্গণে আসামি গ্রেফতার করায় আদালত ওই আসামিকে জামিন দিয়ে সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে শোকজ করেছেন।
Leave a Reply