অটোমোবাইল পার্টস নির্মাতা প্রতিষ্ঠান ডেলফি চালকবিহীন গাড়ির কার্যক্ষমতা যাচাই করতে এক বিশেষ প্রকল্প হাতে নিয়েছিল।
প্রকল্পের অংশ হিসেবে নয় দিনে ৩ হাজার ৪শ’ মাইল দূরত্ব পাড়ি দিয়েছে চালকবিহীন অডি এসকিউ৫ গাড়িটি, অতিক্রম করেছে ১৫টি শহর। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের গোল্ডেন গেইট ব্রিজ থেকে যাত্রা শুরুর নয় দিন পর বৃহস্পতিবার পূর্ব উপকূলের নিউ ইয়র্কের ম্যানহাটনে পৌঁছায় চালকবিহীন গাড়িটি। ডেলফির দাবি, যাত্রপথে গাড়িটির ৯৯ শতাংশ কার্যক্রমই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়েছে। যাত্রাপথে গাড়িটিকে গোলচক্কর, ব্রিজ, সুড়ঙ্গ, নির্মাণাধীন এলাকা, বেপরোয়া চালক আর আবহাওয়ার মতো নানা জটিলতার মোকাবেলা করতে হয়েছে বলে জানিয়েছে ডেলফি।
যুক্তরাষ্ট্রের আইন মেনে পরীক্ষা চালাতে যাত্রা পথের পুরোটা সময় চালকরে আসনে ছিলেন একজন ব্যক্তি। যে কোনো জরুরী প্রয়োজনে গাড়ির নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি।
Leave a Reply