ডেইলি চিরন্তনঃ বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বৃহত্তর সিলেটের সকল দাবী-দাওয়া আদায়ের নিমিত্তে জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময়ের ধারাবাহিকতায় গতকাল ২১ মে মঙ্গলবার বেলা ২টায় সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতির অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকাস্থ, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম এহিয়া চৌধুরী সুহেল, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক, সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন সিলেট পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট দেওয়ান গোলাম রব্বানী কামাল, এডভোকেট ই.ইউ. শহিদুল ইসলাম শাহীন, এডভোকেট জামিলুল হক, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আনোয়ার হোসেন, মারিয়ান চৌধুরী মাম্মি, ডাঃ হাবিবুর রহমান, এডভোকেট আব্দুল অদুদ, এডভোকেট কামরুজ্জামান, ইকবাল হোসেন আফাজ, এডভোকেট পলাশ, মুহিবুল ইসলাম ফটিক প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা সিলেট মহানগরীর নাগরিকদের উপর আরোপকৃত মনগড়া হোল্ডিংটেক্স বাতিলের জোর দাবী জানান। সিলেট মহানগরী সহ শহরতলী এলাকায় কিশোর গাং এর উৎপাত প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বৃহত্তর সিলেটের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ১০০% সিলেটি লোক নিয়োগ, সিলেট বিভাগে হাইকোর্টের ব্রেঞ্চ স্থাপন, সিলেট-আখাউড়া ট্রেন লাইন ডাবল এবং সিলেট-ছাতক ট্রেন, সিলেট-কক্সবাজার সরাসরি ট্রেন লাইন চালু ও মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের জন্য জোরদাবী জানান।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকাস্থ, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম এহিয়া চৌধুরী সুহেল গণদাবী পরিষদের সকল দাবী-দাওয়া আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, বৃহত্তর সিলেটের সকল ন্যায্য দাবী দাওয়া আদায়ে আমরা ঐক্যবদ্ধ।
Leave a Reply