ডেইলি চিরন্তনঃ সিলেট দক্ষিণ সুরমার, প্রগতি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশে,
২৬মে রবিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তন হলে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
প্রধান অথিতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রেখে বলেন সন্তানদেরকে ছোট সময় থেকেই ন্যায়-অন্যায় ও ভালো-মন্দের পার্থক্যটা বোঝাতে হবে। ভালো কাজে তাদেরকে উৎসাহ দিতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যাতে ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা সৎ, দক্ষ নাগরিক হিসেবে দেশের কল্যাণে নিয়োজিত করতে পারে। তিনি আরও বলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করতে কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে প্রগতি উচ্চ বিদ্যালয়ে একটি ভবন নির্মানের ও আশ্বাষ প্রদান করেন।
প্রগতি উচ্চবিদ্যালয়ের গভর্নিংবডির চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন (আফাজ) এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মস্তফার পরিচালনায়, সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রগতি উচ্চবিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি জনাব শাহ আলম
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমদ, সিলেট জেলাপরিষদ এর প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, ।বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরন আচ্যার্য।
এছাড়াও বিশেষ অথিতি হিসাবে উপস্থিথ ছিলেন জাহেদ আলী, অরুন দেবনাথ সাগর, মোঃ হোসেন মিনহাজ,বদরুল আলম তুহিন,মোঃ বেলায়েত হোসেন,নিজাম উদ্দিন,লিটন আহমদ,বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল জলিল, সিনিয়র শিক্ষক আব্দুল খালিক, জীবন কৃষ্ণ সরকার,ভানু চন্দ পাল,অখিল চন্দ দাস, সরকার, ফয়ছল আহমদ,জুবায়ের আহমদ,প্রমূখ।
শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন কারি বিজয়ী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থি
দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অথিতি বৃন্দ ।
Leave a Reply