ডেইলি চিরন্তনঃ জয়ের পথেই ছিল নেদারল্যান্ডস। ইনিংসের ১৫ তম ওভারে বোলিং এসে দায়িত্ব নিলেও লেগস্পিনার রিশাদ হোসেন। ম্যাচের প্রয়োজনের সময় একজন লেগস্পিনারের কাছ থেকে যা আসা করে দল। রিশাদ করে দেখালেন সেটিই। আগ্রাসী হয়ে উঠা সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে ফেরালেন ৩৩ রানে। এরপর সদ্য উইকেটে নামা বাস ডে লিডকে দারুণ ঘূর্ণিতে বিট করলেন। উইকেট ছেড়ে বেরিয়ে যাওয়া লিডকে বিদ্যুতের গতিতে বল ধরে স্টাম্প ভেঙে দিলেন লিটন। মুহূর্তেই ম্যাচের পরিস্থিতিটা হেলে গেল বাংলাদেশের পক্ষে। ডাচদের ১৬০ রানের টার্গেট দিয়ে বাংলাদেশ জয় পেল ২৫ রানের ব্যবধানে। আর তাতে সুপার এইটের পথেও একটা পা দিয়ে রাখল বাংলাদেশ। একইসঙ্গে বিদায় নিশ্চিত হয়ে গেল শ্রীলংকার।
অথচ, রিশাদ তোপের পরও ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড উইকেটে ছিল বলেই একটা শঙ্কা ছিল বাংলাদেশের। তবে সেই শঙ্কা বাড়তে দেননি মুস্তাফিজ। ১৭ তম ওভারে বোলিংয়ে এসেই ২৩ বলে ২৫ রান করা এডওয়ার্ডকে ফিরিয়ে জয়ের পথটা রচিত করেন তিনি। ডাচদের লক্ষ্যটা হয়ে দাঁড়ায় ১৮ বলে ৪৩ রান। যা রীতিমতো পাহাড়। সেই পাহাড় টপকাতে গেলে লোয়ার অর্ডার ব্যাটাররা হোঁচট খাবেই। হয়েছেও তাই। রিশাদ এসে ফের আঘাত হেনেছেন ডাচ ব্যাটিং অর্ডারে। সেই ধাক্কা কাটিয়ে উঠে শেষ ১২ বলে ৩৬ রান করে ম্যাচ জেতাবে এমন ব্যাটার ডাচদের থাকলে তো। বাংলাদেশ ম্যাচটা জিতেছে সহজেই।
তবে, এদিন বাংলাদেশের দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ডাচরা শুরুটা করেছিল দুর্দান্ত। দলীয় ২২ রানে তাসকিন আহমেদ দলকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেও এরপর ঘুরে দাঁড়াতে শুরু করেছিল ডাচরা। বিক্রমজিৎ সিং ও এঙ্গেলব্রেখট তো ম্যাচটাই কেড়ে নিতে চেয়েছিল বাংলাদেশের কাছ থেকে। দু’জনেই থিতু হওয়ার পর আগ্রাসী হয়ে উঠছিলেন। তবে তাদের খুব বেশি বাড়তে দেয়নি বাংলাদেশ। মাঝে দলকে বহুল কাঙ্ক্ষিত ব্রেক থ্রুটা এনে দিয়েছেন মাহমুদউল্লাহ। দারুণ বোলিংয়ে বোকা বানিয়েছেন বিক্রমজিৎকে। মাহমুদউল্লাহর বলে স্টাম্প আউট হন ১৬ বলে ২২ রান করে। এরপর অবশ্য দলকে ফের লড়াইয়ে ফেরান এডওয়ার্ড ও এঙ্গেলব্রেখট। তবে তাদের বিশ দাঁত ভেঙে দিয়েছেন রিশাদ। বাংলাদেশের জয়টা রিশাদের ১৫ তম ওভারেই রচিত হয়ে যায়। এরপর ডাচরা কেবল হারের ব্যবধান কমিয়েছে। নেট রান রেট বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে।
Leave a Reply