সফরকারী প্রোটিয়াদের টানা দ্বিতীয় হারের স্বাদ দিলো বাংলাদেশ অনূর্ধ-১৯। মিরপুর শেরে বাংলা মাঠে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে এবার স্বাগতিকরা হারালো ১৪০ রানের বিশাল ব্যবধানে। টস জিতে আগে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অনূর্ধ-১৯ অধিনায়ক নাজমুল হোসেন। নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ২৫৯/৪-এ। জবাবে প্রোটিয়া ইনিংস মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় ৪০ বল বাকি রেখে। ব্যাট বলে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা পুরস্কার জেতেন ইয়ং টাগার অধিনায়ক নাজমুল হোসেন। ওয়ানডাউন ব্যাটসম্যান নাজমুল ৭ বাউন্ডারি ও এক ছক্কায় করেন ৭৩ রান। পরে দুই ওভারের স্পেলে মাত্র ৩ রানে নেন দুই উইকেট। বাংলাদেশ অনূর্ধŸ-১৯ ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৮১ রান করেন উইকেটরক্ষক জাকির হাসান। হার না মানা ইনিংসে জাকিরও হাঁকান ৭ বাউন্ডারি ও একটি ছক্কা। বল হাতে ৮.২ ওভারের স্পেলে ২১ রানে সর্বাধিক তিন উইকেট নেন তরুণ টাইগার নেহাদুজ্জামান। ৭ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ-১৯।
Leave a Reply