প্রায় ১৬ বছর পর ওয়ানডেতে আবারও পাকিস্তানকে হারালো বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.২ ওভারে ২৫০ রানে অলআউট হয় পাকিস্তান। এতে ৭৯ রানের জয় পেল টাইগাররা।
দলের হয়ে উদ্বোধন করতে নামেন অধিনায়ক আজহার আলি ও সরফরাজ আহমেদ। দলীয় ৫৩ রানের মাথায় আরাফাত সানির বলে নাসির হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সরফরাজ আহমেদ (২৪)। এরপর মাঠে নামা মোহাম্মদ হাফিজও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। মাত্র ৪ রান করে সৌম্য সরকার ও মুশফিকের দারুণ সমঝোতায় রান আউট হয়ে বিদায় নেন তিনি।
এরপর ২৮তম ওভারে তাসকিনের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আজহার আলি (৭২)।
এর আগে শুক্রবার দুপুরে টসে জিতে ব্যাট করতে নেমে তামিম (১৩২) ও মুশফিকের (১০৬) জোড়া শতকে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৯ রান সগ্রহ করে।
শুক্রবার বেলা আড়াইটায় ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
Leave a Reply