জীবনের প্রতি হতাশ হয়ে বেশ কয়েকবার আত্নহত্যার চেষ্টা করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। একটি জটিল রোগে আক্রান্ত হয়ে নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছে।
যা পড়েছেন সবই সত্য তবে একটি নাটকে। সম্প্রতি ঈদকে উপলক্ষ করে নতুন একটি নাটকে একসঙ্গে কাজ করেছেন মৌসুমী হামিদ ও ব্যস্ত অভিনেতা আফরান নিশো। মোরশেদ রাকিন রচিত ও পরিচালিত নাটকটির নাম ‘টার্ন ওভার’।
নাটকের গল্পে দেখা যাবে- রিসিতা খুবই জেদী স্বভাবের মেয়ে। ছোটবেলা থেকেই বেড়ে উঠেছে চাচা চাচীর কাছে। ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়েছে। কিন্তু ভাই ভাবী কখনই তাকে বাবা-মার অভাব বুঝতে দেয়নি। তার সবচেয়ে কাছের বন্ধু তারই চাচাতো ভাই রুসদি। রিসিতা খুবই চঞ্চল স্বভাবের মেয়ে ছিল। কিন্তু দিনে দিনে সে কেমন জানি বদ মেজাজি হয়ে যাচ্ছে। আসলে সে ১৩ বছর বয়স থেকে লিকুরিয়া নামক রোগে আক্রান্ত। এই রোগের রোগীর বাঁচার সম্ভাবনা ফিফটি ফিফটি। আবার নিয়মিত মেডিক্যাল চেক আপ আর রুটিন মাফিক চিকিৎসা চালিয়ে গেলে বেঁচেও যায় অনেকে। তবে তা অনেক সময়ের ব্যাপার। আর সেই সঙ্গে অর্থও জড়িত।
রিসিতা দিনকে দিন অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু সে হাসপাতালে ভর্তি হতে রাজি না। ভাই ভাবী ও রুসদি সবাই ব্যর্থ তাকে এই ব্যাপারে রাজি করাতে। তার ডাক্তারও তাকে বুঝাতে ব্যর্থ। কি যেন এক অজানা কারণ রয়েছে। মাঝখানে সে একবার সুইসাইড করার চেষ্টাও করেছিলো। রিসিতা দাবী করে সে আর বাঁচতে চায় না। কেউ নাকি তাকে ভালোবাসে না। কি হবে এত টাকা নষ্ট করে? সে যে নিয়মিত চিকিৎসা নিলেই বেঁচে যাবে তার কী নিশ্চয়তা?
নাটক সম্পর্কে পরিচালক মোরশেদ রাকিন টক্কিজবিডি ডটকমকে বলেন, এটি মূলত একটি ত্রিভুজ প্রেমের গল্প। আমাদের জীবনের সম্পর্কের টানাপোড়েনগুলোই এই নাটকে উঠে এসেছে।
নিশো, মৌসুমী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন- হামিদ, আর.জে.সায়েম, আজিজুল হাকিম, সুমাইয়া সিনহা, নিশা প্রমূখ।
ঈগল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি আসন্ন রোজার ঈদে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
Leave a Reply