বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখা আয়োজিত শিশু আইন প্রয়োগ, মাদক দ্রব্য ও খাদ্যের রাসায়নিক দ্রব্যের অপব্যবহার, ইভটিজিং ও বাল্য বিবাহ রোধ শীর্ষক সেমিনার গতকাল ১৫ মে শনিবার পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও প্রাক্তন আইজিপি এম সহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রুকন উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা, এসএমপি’র ডিসি সদর দপ্তর আকরাম হোসেন, ডিসি নর্র্থ ফয়সল মাহমুদ, অব: পুলিশ সুপার মিয়া লুৎফুর রহমান, কায়ছার আহমদ হায়দরী, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোটার এম আহমদ আলী প্রমুখ। সেমিনারে এসএমপির ৩০ জন কর্মকর্তা, জেলা পুলিশের ৩০ জন কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ২৫ জন কর্মকর্তা, ২০ জন ছাত্র-শিক্ষক অংশগ্রহ করেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন চৌধুরী।বিজ্ঞপ্তি
Leave a Reply