খুব বেশি দিন আগের কথা নয়, ভারতীয় দলে ছিলেন বীরেন্দর সেহওয়াগ, যুবরাজ সিং, হরভাজন সিং এবং জহির খানের মতো ক্রিকেটার। ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে এই তারকারাই ভারতকে নিয়ে যান সেরা র্যাংকিংয়ে।
কিন্তু সময়ের সঙ্গে এই চার ক্রিকেটারই হারিয়ে যান টিম ইন্ডিয়া থেকে। ফিটনেসের সমস্যা এবং ফর্মের সমস্যার কারণে সেহওয়াগ, যুবরাজ, জহির খান ও হরভাজন সিংকে ভারতীয় দলের বাইরে রাখলেও ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলের মতো দলগুলোতে তারা বেশ ভালো পারফর্ম করে যাচ্ছেন।
৭ জুন বাংলাদেশ সফরে আসছে ভারত। এ সফরের আগে পাকিস্তান বাংলাদেশ সফর করে গেছে। স্বাভাবিকভাবেই আসন্ন সিরিজ নিয়ে ক্রিকেটবিশ্বে আলোচনা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আসন্ন বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে খেলতে আসতে পারেন এই চার ক্রিকেটার।
বাংলাদেশ সফরে আসার আগে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান ও টেস্ট অধিনায়ক বিরাট কোহলি নিজেকে বিশ্রামের অজুহাতে ভারতীয় বোর্ডের কাছে ছুটির আবেদন করেছেন। এছাড়া বাতাসে ভেসে বেড়াচ্ছে শুধু কোহলি নয়, ভারতের আরও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বাংলাদেশ সফরে যেতে না চেয়ে ছুটির আবেদন করেছেন।
২০ মে বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। বাংলাদেশ সফরের জন্য সেহওয়াগ, যুবরাজ, জহির এবং হরভাজনকে ভারতীয় দলে রাখা হতে পারে।
ভারতীয় বোর্ডের একটি সূত্র থেকে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের কাছে অনুরোধ করেছে, যেন দ্বিতীয় সারির দল নিয়ে তারা সফরে না আসে। আসন্ন সফরে যেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে রাখা হয়। সিরিজ নিয়ে দর্শকদের উত্তেজনার কথা মাথায় রেখে বিসিবি থেকে এমন অনুরোধ করা হয়।
গত বছর বাংলাদেশ সফরে এসেছিল টিম ইন্ডিয়া। সেবার অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে এসেছিল ভারত। এবারের প্রেক্ষাপট ভিন্ন। টাইগাররা মরিয়া বিশ্বকাপে পরাজয়ের প্রতিশোধ নিতে।
বাংলাদেশ সফরে ভারতীয় দলটি কেমন হবে, সেটা জানা যাবে ২০ মে। তার আগে ভারতের চার তারকা ক্রিকেটার আশায় বুক বাঁধতে পারেন। ওয়েবসাইট।
Leave a Reply